পরীক্ষামূলক রুকইয়াহ – (অডিও টেস্ট)

পরীক্ষামূলক রুকইয়াহ - (অডিও টেস্ট):

পরীক্ষামূলক রুকইয়াহ বা অডিও টেস্ট দেয়া হয় রুকইয়াহ রিলেটেড কোনো সমস্যা আছে কিনা তা যাচাই করার জন্য এবং কোনো রোগ বা সমস্যার মূল কারণ নিরূপণের জন্য।

বিস্তারিত নিয়মঃ

(ক) প্রথমে “অডিও ইনডেক্স” (লিঙ্ক নিচে দেয়া আছে) থেকে ২ ও ৩ নং অডিও রুকইয়াহ ডাউনলোড বা সেভ করে নিবেন। আপনার সকল সমস্যা বা রোগ-ব্যধি হতে মুক্তি লাভের নিয়তে অযু অবস্থায়, নির্জন স্থানে বসে, মনোযোগ সহকারে প্রতিদিন প্রতিটি অডিও অন্তত একবার করে পুরোটা শুনবেন (ভিন্ন ভিন্ন সময়ে শুনতে পারেন)।

(খ) পাশাপাশি দৈনন্দিন নিরাপত্তার আমলগুলো নিয়মিত চালিয়ে যাবেন (স্থায়ীভাবে)। নিরাপত্তার আমলগুলো “PDF ইনডেক্স” থেকে ২ নম্বর PDF-এ পাবেন (লিঙ্ক নিচে দেয়া আছে, ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন)।

তাওবার নিয়তে ২ রাকাত সালাত আদায় করে জীবনের সকল পাপ কাজসমূহ, শরীয়া সমর্থিত নয় এমন সকল চিকিৎসা-তদবীর, তন্ত্র-মন্ত্র, শিরক, কুফর, বিদআত ইত্যাদি থেকে (যদি ইতিপূর্বে গ্রহণ করে থাকেন) উত্তমরূপে তওবা করে নিয়ে তারপর কাজটি শুরু করবেন, আশা করি এতে অধিক ফায়দা হবে।

(গ) অডিও শোনার সময় বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া হতে পারে। যেমনঃ
= প্রচন্ড ঘুম আসা,
= মাথা ঝিমঝিম করা,
= মাথা ব্যাথা/যন্ত্রণা করা,
= অস্বস্তি লাগা,
= পেটে বা অন্য কোথাও ব্যাথা করা,
= অস্বাভাবিক গরম বা ঠান্ডা লাগা,
= কোথাও অবশ হয়ে আসা,
= কোথাও কম্পন হওয়া (কেঁপে ওঠা),
= বমিবমি ভাব, বমি হওয়া,
= বেশি বেশি হাই ওঠা, ঢেকুর ওঠা,
ইত্যাদি।

প্রতিক্রিয়া যেমনই হোক মনোযোগ দিয়ে অডিও শেষ পর্যন্ত শুনবেন। কবে কখন কি ধরণের প্রতিক্রিয়া হলো তা নোট রাখবেন।

(এগুলো খুবই কমন এবং স্বাভাবিক, ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারো কারো ক্ষেত্রে কোনো ধরণের প্রতিক্রিয়া নাও হতে পারে।)

(ঘ) এভাবে নিয়মিত ৩/৫/৭ দিন অডিও শোনার পর কোন দিন কি কি প্রতিক্রিয়া হয়েছে তা একজন অভিজ্ঞ রাকীকে জানিয়ে পরবর্তী পরামর্শ গ্রহণ করবেন। রুকইয়াহ সম্পর্কে নিজে অভিজ্ঞ হলে তদনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

_________

 

অডিও ইনডেক্সঃ
RuqyaHijama.com/Audio

 

PDF ইনডেক্সঃ
RuqyaHijama.com/PDF

 

রুকইয়াহ-এর নিয়তঃ

RuqyaHijama.com/Niyyah

 

রুকইয়াহ্ শারইয়াহ্ পরিচিতিঃ
RuqyaHijama.com/Ruqyah

 

Share