পানি, তেল, মধু ইত্যাদি পড়ার নিয়ম

বিভিন্ন প্রকার সমস্যা ও রোগ-ব্যধির জন্য পানি, তেল, মধু, কালোজিরা ইত্যাদি পড়ার নিয়মঃ

 

বিভিন্ন প্রকার সমস্যা ও রোগ-ব্যধির জন্য পানি, তেল, মধু, কালোজিরা ইত্যাদি পড়বেন যেভাবেঃ

(ক) প্রথমে অযু করে নিন (অযু না থাকলে) এবং কয়েকবার ইস্তিগফার পড়ুন। তারপর যে সমস্ত জিনিস পড়তে হবে (পানি, তেল ইত্যাদি) সেগুলো গুছিয়ে সামনে নিয়ে বসুন। নিয়ত ঠিক করে নিন (কি উদ্দেশ্যে এগুলো পড়ছেন)।

(খ) নিম্নোক্ত দরুদ, সূরা ও আয়াতগুলি ১/৩/৫/৭ বার করে পড়বেন (আওয়াজ করে, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ)। প্রতিটি সূরা/আয়াত পড়া শেষে পানি, তেল ইত্যাদিতে ফু দিবেন (ফু দেয়ার ধরণটি হবে “শুকনা থু”-এর মতো; অর্থাৎ মুখে “থু” শব্দ উচ্চারিত হবে কিন্তু থুথু বা পানি বের হবে না)।

০১) দরুদে ইব্রাহীম (নামাজের দরুদ),
০২) সূরা ফাতিহা,
০৩) আয়াতুল কুরসী,
০৪) সূরা বাকারার শেষ ২ আয়াত (ঐচ্ছিক),
০৫) সূরা ইখলাছ,
০৬) সূরা ফালাক,
০৭) সূরা নাস।

(গ) পানি, তেল ইত্যাদি গরম বা ঠান্ডা করার প্রয়োজন হলে, তার সাথে কিছু মেশানোর প্রয়োজন হলে পড়ার আগেই তা করে নিন। পড়া পানি, তেল ইত্যাদি কোনো রকম পরিবর্তন না করা ভালো (যেমনঃ গরম বা ঠান্ডা করা ইত্যাদি)।

 

যে বা যারা পানি, তেল, মধু ইত্যাদি পড়তে পারেনঃ

ফরজ-ওয়াজিব পর্যায়ের ইবাদতসমূহ ও বিধি-নিষেধ যথাযথভাবে পালনে সচেষ্ট এবং কুফর, শির্ক ও বিদআত হতে মুক্ত -এমন যেকোনো মুসলিম ব্যক্তি (নারী ও পুরুষ) নিজের, নিজের পরিবারের বা অন্য কারো জন্য পানি, তেল ইত্যাদি পড়তে পারেন।
এর জন্য বিশেষ কোনো আমল বা সাধনা, বিশেষ কোনো ব্যক্তি বা পীরের এজাজত (অনুমতি) ইত্যাদি প্রয়োজন হয় না।

আল্লাহই সর্বোত্তম সমাধানদাতা।।

#RHKhulna

Share