রুকইয়ার নিয়ত যেভাবে করবেন

রুকইয়ার নিয়ত যেভাবে করবেন

রুকইয়াহ বিষয়ক পরামর্শ দেয়ার সময় বিভিন্ন আমল/কাজ নির্দিষ্ট নিয়তে করতে বলা হয়ে থাকে। এই নিয়তটা ঠিক কিভাবে করবেন এটা যারা বুঝতে পারেন না এই লেখাটা তাদের জন্য।
রুকইয়ার নিয়তকে আমরা “নিয়ত কাম দোয়া” বলতে পারি। মানে এটাও এক রকম দোয়া। এটাকে দুই প্রকারে ভাগ করা যায়।

(১) একটিভ ভয়েস বা কর্তৃবাচ্যঃ
যেমনঃ “হে আল্লাহ, আপনি এই আমল/কাজের বদৌলতে/প্রভাবে/মাধ্যমে/ওসিলায় আমার এই সমস্যাটি দুর করে দিন” -এভাবে।

(২) প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্যঃ
যেমনঃ “এই আমল/কাজের বদৌলতে/প্রভাবে/মাধ্যমে/ওসিলায় আমার এই সমস্যাটি দুর হয়ে যাক” -এভাবে।
উভয় প্রকারের শুরুতে “বিসমিল্লাহ” যুক্ত করা যায়। ২য় প্রকারের শুরুতে বা শেষে “আল্লাহর ইচ্ছায়” কথাটি যুক্ত করা ভালো।

নিয়ত (সংকল্প) যদিও মনের বিষয়, তবুও রুকইয়ার ক্ষেত্রে এটা মুখে উচ্চারণ করা ভালো। আর মনের সংকল্প (নিয়ত) স্থির করার জন্য নিজের মাতৃভাষা (আমাদের জন্য বাংলা) ব্যবহার করাই শ্রেয়।
আল্লাহই সবচেয়ে ভালো জানেন।।

Share